বরিশাল অফিস :: ভোলার গ্যাস ভোলাতেই বিতরণের অগ্রাধিকার দেয়া হচ্ছে। সম্প্রতি ভোলা গ্যাসক্ষেত্রে পরিদর্শন করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভোলার শিল্প প্রতিষ্ঠান, বিদ্যুৎ কেন্দ্র ও আবাসিক এলাকাকে গ্যাস বিতরণে অগ্রাধিকার দেয়া হবে।
প্রতিমন্ত্রী জানান, এখন দিনে ১৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস তোলা সম্ভব হচ্ছে। আরও তিনশ মিলিয়ন ঘনফুট গ্যাস তোলা সম্ভব হলে সেটি পাইপ লাইনের মাধ্যমে অন্যান্য এলাকায় নেয়া সম্ভব হবে। সেই লক্ষেই পরিকল্পনা এগিয়ে নেয়ার কথাও জানালেন তিনি।
ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রে এখন পর্যন্ত ছয়টি কূপ খনন করা হয়েছে। পাঁচটি কূপ থেকে মিলছে গ্যাসের উৎপাদন। এছাড়াও ভোলা নর্থ গ্যাসক্ষেত্রে দুইটি ও ইলিশা গ্যাসক্ষেত্রে একটি কূপ খনন করা হয়েছে। চাহিদা কম থাকায় সেখানে গ্যাস তোলার প্রসেস প্লান্ট হয়নি।
ভোলার মানুষের দীর্ঘদিনের চাহিদা বাসাবাড়িতে গ্যাস ব্যবহার করা। সম্প্রতি ভোলা গ্যাসক্ষেত্র পরিদর্শনে গিয়ে ভোলাবাসীর দাবির প্রেক্ষিতে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে ভোলার বাসাবাড়িতে গ্যাস দেয়ার পরিকল্পনা আছে।
ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে অন্যান্য এলাকায় নেয়ার বিষয়টিও আলোচনায় আছে। তবে তা জেলার বিদ্যুৎ কেন্দ্র, স্থানীয় শিল্প ও বাসাবাড়ির চাহিদা পূরণের পর। সঞ্চালনের মতো গ্যাস পেলে সেটিও পাইপ লাইনে বিতরণ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
ভোলার গ্যাস যাবে বরিশাল-পটুয়াখালী: প্রতিমন্ত্রীভোলার গ্যাস যাবে বরিশাল-পটুয়াখালী: প্রতিমন্ত্রী দ্বীপ জেলা ভোলায় বড় ধরনের গ্যাস পাওয়ার সম্ভাবনাকে সামনে রেখে জরিপ ও অনুসন্ধান বাড়ানোর পরিকল্পনার কথাও জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।