বরিশাল অফিস :: ভোলার মনপুরায় বিজিবির একটি নির্বাচনী টহল গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় ৪ বিজিবি সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল ৫ টার দিকে মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জহির ও সদর হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য আবু মুছা এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত ৪ বিজিবি সদস্যের মধ্যে দু’জনের নাম নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- হাবিলদার নুরুজ্জামান ও সিপাহী লক্ষণ। অপর দু’জন সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। তারা ব্যারাকে ফিরে গেছেন। নুরুজ্জামান ও লক্ষণ ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ওসি জানান, মনপুরা উপজেলায় নির্বাচনী ডিউটি করছিলেন নৌবাহিনী ও বিজিবির দু’টি টহল টিম। বিকেল ৫টার দিকে উত্তর সাকুচিয়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় বিজিবির টহল করা টমটম গাড়িটির সামনের অংশ ভেঙে তা সড়কের পাশে থাকা খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা ৪ বিজিবি সদস্য আহত হন। তাদের মধ্যে দু’জনকে নৌবাহিনীর টহল টিম উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।