বরিশাল অফিস :: ভোলার লালমোহন উপজেলায় মালবাহী ট্রলির চাপায় মনছুরা নামে প্রায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন জাফর নামে আরেক বৃদ্ধ। আজ বৃহস্পতিবার সকালে লালমোহন পৌর শহরের ৫নং ওয়ার্ডের লঞ্চঘাট রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
নিহত মনছুরা উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আসুলি গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রী। এছাড়া ওই দুর্ঘটনায় আহত জাফর পৌরসভার ৭নং ওয়ার্ডের মৃত আব্দুল হালিমের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, সকালে লঞ্চঘাট সড়ক থেকে একটি ট্রলি লালমোহন বাজারে আসছিল। এ সময় মনছুরা ও জাফর সড়ক পার হতে গেলে ওই ট্রলির চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠিয়ে দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধা মনছুরাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, মৃত ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রলি এবং চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।