শিরোনাম

ভোলার সাবেক এমপি জ্যাকব কারাগারে

Views: 8

রাজধানীর রূপনগর থানাধীন এলাকায় শামীম হাওলাদারকে গুলি করে হত্যার অভিযোগে ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবকে ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (২৬ নভেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মো. জুনাইদ এই আদেশ দেন। এর আগে, পুলিশ হেফাজত থেকে আব্দুল্লাহ আল জ্যাকবকে আদালতে হাজির করলে রূপনগর থানার উপ-পরিদর্শক মামুন মিয়া তাকে কারাগারে রাখার আবেদন জানান। এরপর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ১ অক্টোবর ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর, হত্যাচেষ্টা মামলায় তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। পরে, গত ২০ নভেম্বর রূপনগর থানার মামলায় আবারও তাকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২০ জুলাই রাজধানীর রূপনগর থানাধীন প্রবেশিকা মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শামীম হাওলাদার গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় শামীমের চাচাতো ভাই সম্রাট হাওলাদার রূপনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় আব্দুল্লাহ আল জ্যাকবকে ১২২ নম্বর আসামি হিসেবে এজাহারে অন্তর্ভুক্ত করা হয়।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *