ভোলার ইলিশা-লক্ষ্মীপুর নৌ রুটের ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) ঝড়ের কারণে ইলিশা ফেরিঘাটের পন্টুন ও গ্যাংওয়ে দুমড়েমুচড়ে গিয়ে বিকল হয়ে গেলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার পর থেকে ফেরিঘাট অচল থাকায় কোনো ফেরি ভিড়তে পারছে না। ফলে ভোলা-লক্ষ্মীপুর নৌপথে এখনো ফেরি চলাচল বন্ধ আছে। এতে উভয় পাড়ের শত শত যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন পরিবহণ শ্রমিক ও যাত্রীরা।
অন্যদিকে ইলিশা ফেরিঘাট বিকল হওয়ার কারণে কদম ও কৃষানি নামের দুটি ফেরি প্রায় ২০টি ট্রাক ও ৫টি ছোট গাড়ি নিয়ে মেঘনা নদীতে নোঙর করে আছে। ফেরিতে থাকা যাত্রীরা নৌকায় করে তীরে ফিরেছে।
বুধবার (২ আগস্ট) ইলিশা ঘাটে গিয়ে দেখা যায়, নদীতে পানি বেড়ে যাওয়ায় ইলিশাঘাট তলিয়ে গেছে। বিকল হওয়া ফাটল পল্টুন ঝালাই করতে দেখা যায়।
জানা গেছে, ভোলার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে ভোলা-লক্ষ্মীপুর ফেরি সার্ভিস।
ইলিশাঘাটে ট্রাকচালক সাত্তার বলেন, চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে চরফ্যাশন থেকে এসেছি। কিন্তু ঘাটে এসে দেখি পন্টুনের ফাটলের কারণে ফেরি চলাচল বন্ধ।
সাইফুল নামে এক চালক বলেন, অতি দ্রুত ঘাটের মেরামতের দাবি জানাচ্ছি। বেশি দেরি হলে আমাদের লাখ লাখ টাকার মালামাল নষ্ট হয়ে যাবে। একই কথা জানান অন্যান্য চালকরা।
ভোলার ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক মো. পারভেজ খান বলেন, গতকাল ঝড়ের সময় বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ শতাব্দী নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়াটার ইলিশা ফেরিঘাটে ধাক্কা দেয়। এতে ঘাটের পন্টুন ও গ্যাংওয়ে দুমড়েমুচড়ে বিকল হওয়ায় ফেরি চলাচল বন্ধ আছে। আজ পন্টুন ও গ্যাংওয়ের ফাটল ঝালাই করে মেরামতের কাজ চলতেছে। আশা করি অতি দ্রুতই ঘাট সচল করা হবে।