শিরোনাম

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনী নিয়ে হবে সিনেমা নির্মাণ

Views: 6

আগামী বছর ১৬ মে থেকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমার শুটিং। সিনেমাটি পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বর্তমানে সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে এবং নির্মাণ কাজ আগামী বছরের শুরুতে শুরু হবে।

সিনেমাটি সম্পর্কে নির্মাতা জানান, “মওলানা ভাসানী ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে এ অঞ্চলের একজন প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন। তার অনেক কীর্তি এবং গল্প আজকের নতুন প্রজন্মের কাছে অজানা। তাই এই সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করেছি।” এই সিনেমা একটি তথ্যবহুল চলচ্চিত্র হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

এতদিন মওলানা ভাসানীকে নিয়ে সিনেমা নির্মাণের স্বপ্ন দেখে আসছিলেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। ২০০৬ সালে তার প্রথম সিনেমা ‘নাচোলের রানী’ মুক্তি পায়, যেখানে তুলে ধরা হয় সংগ্রামী নারী, কৃষক নেতা ও বঞ্চিত মানুষের প্রতিনিধি ইলা মিত্রের গল্প। সেই সময় থেকেই তিনি ভাসানীকে নিয়ে সিনেমা নির্মাণের চিন্তা করেন, তবে পরিস্থিতি অনুকূল না থাকায় সেটি আটকে ছিল।

ডায়মন্ডের নির্মিত ‘গঙ্গাযাত্রা’ সিনেমাটি ২০১১ সালে ৮টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে, এবং এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক ও কাহিনিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি বলেন, “মওলানা ভাসানীকে এতদিন রাজনৈতিক কারণে আটকে রাখা হয়েছিল। তবে এখন তার জীবনী নিয়ে সিনেমা নির্মাণে আর কোনো বাধা নেই।”

সিনেমার কাহিনি মওলানা ভাসানীর ১৩ বছর বয়স থেকে শুরু হবে। সিনেমাটিতে ভাসানী চরিত্রে তিনজন অভিনেতা অভিনয় করবেন, এবং অডিশনের মাধ্যমে নতুন মুখ নেওয়ার পরিকল্পনা রয়েছে। সিনেমার শিল্পীদের নাম চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানান ডায়মন্ড।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *