শিরোনাম

মহানবীকে কটুক্তির প্রতিবাদে পটুয়াখালী মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

Views: 30

পটুয়াখালী প্রতিনিধি :: বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে নিয়ে ভারতীয় হিন্দু পুরোহিতের কটুক্তি ও মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতে ভারতের বিজেপি নেতার সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিন করে।

মিছিলে শিক্ষার্থীরা “বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান, রাসুলের দুশমনেরা, হুশিয়ার সাবধান” এসব শ্লোগান দেন। মিছিল শেষে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, রাসুলাল্লাহ (সা.) আমাদের হৃদয়ের স্পন্দন। তিনি গোটা মানবজাতির নেতা। তাই ইসলামে উনাকে সম্মানিত করা হয়েছে এবং উনার বিরুদ্ধে কটূক্তি কারীদের সর্বোচ্চ শাস্তির (মৃত্যুদণ্ডের) বিধান রাখা হয়েছে। ভারতের কিছু গোষ্ঠী ষড়যন্ত্রমূলকভাবে এ অঞ্চলের ধর্মীয় সম্প্রতি নষ্টের জন্য বারংবার মহানবী (সা.) -কে নিয়ে কটূক্তি করে যাচ্ছে।

যা এ অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি স্বরূপ। তাই আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারেও আমরা বার্তা দিতে চাই।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *