মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালীর মহিপুরে ইয়াবাসহ মোঃ হেলাল সরদার লাল মিয়া (৩০) ও মোঃ বেল্লাল হোসেন হাওলাদার (৩১) দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মধ্য রাতে থানার আলীপুর এলাকার খানাবাদ ডিগ্রী কলেজের দক্ষিন পাশে জসিম হাওলাদারের বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১শ’ ৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ হেলাল সরদার লাল মিয়া কুয়াকাটা পৌরসভার ৫নং ওয়াডের কচ্ছপখালী এলাকার মোঃ মালেক সরদারের পুত্র এবং মোঃ বেল্লাল হোসেন হাওলাদার একই এলাকার মোঃ নাসির হাওলাদারের পুত্র।
মহিপুর থানা পুলিশ জানায়, পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় আনোয়ার হোসেন তালুকদার, অফিসার ইনচার্জ, মহিপুর থানা, পটুয়াখালী এর নের্তৃত্বে মহিপুর থানার এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় রাত্রীকালীন আইন শৃঙ্খলা মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনাকালে সোর্সের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মহিপুর থানাধীন কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে।
এ সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য অফিসার ইনচার্জ, মহিপুর থানা এর নির্দেশে একটি চৌকস টিম ঘটনাস্থলে উপস্থিত হইয়া সাক্ষীদের উপস্থিতিতে আসামিদের গ্রেপ্তার করা হয়।
মহিপুর থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার জানান, আসামিদের বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে মহিপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান তিনি।