শিরোনাম

মহিপুরে জেলের লাশ উদ্ধার

Views: 17

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মহিপুরে মোস্তফা খান (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দিবাগত রাত ৩ টার দিকে লতাচাপলী ইউনিয়নের আলীপুর বিএফডিসি মৎস্য মার্কেটের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মোস্তফা খান মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া গ্রামের আব্দুল জব্বার ওরফে চান্দু খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০ টার দিকে মোস্তফা টিয়াখালী ইউনিয়নে তাদের নিজস্ব জমি পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৩ টার দিকে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আসেন।

সেখানে ফিসিং ট্রলারে কাজ করার জন্য কথা বলেন মাঝি মোস্তাফিজুর রহমানের সাথে। পরে ওইদিন রাত আনুমানিক ২ টার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পরলে ট্রলারের জেলেরা তাকে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *