শিরোনাম

মহিপুরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

Views: 15

পটুয়াখালীর মহিপুরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে সোহাগ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত সোহাগ লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের আবু সালেহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ এবং সুমাইয়া আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের ভিত্তিতে সোহাগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সুমাইয়াকে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ, গত শনিবার (২৩ নভেম্বর) দুপুরে সোহাগ পুনরায় সুমাইয়ার বাসায় যান। তবে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনায় সুমাইয়া বাদী হয়ে মহিপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। পুলিশ তৎপর হয়ে লতাচাপলীর আজিমপুর এলাকা থেকে সোহাগকে আটক করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “ভিকটিমের অভিযোগের ভিত্তিতে আমরা মামলা গ্রহণ করেছি। অভিযুক্ত সোহাগকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।”

এ ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

ট্যাগ: মহিপুর, ধর্ষণ মামলা, প্রেমিক গ্রেপ্তার, পটুয়াখালী, লতাচাপলী, পুলিশ অভিযান, নারী নির্যাতন, বিয়ের প্রতিশ্রুতি, Mahipur, Rape Case, Arrest News, Crime Report

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *