পটুয়াখালীর মহিপুরে যুবদল নেতা মো. আক্কাস হাওলাদারের বিরুদ্ধে ধান লুটের মিথ্যা অভিযোগের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহিপুর থানা ও লতাচাপলী ইউনিয়ন যুবদলের নেতাকর্মীসহ প্রায় ৫০০ এলাকাবাসী এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কুয়াকাটার লুমা রাখাইন নামে এক নারী গতকাল কুয়াকাটা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আক্কাস হাওলাদারের বিরুদ্ধে ধান লুটের অভিযোগ আনেন। তবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তারা।
স্থানীয় চাষি আব্দুল কুদ্দুস বলেন, “২০০৯ সাল থেকে আমি এই জমি চাষাবাদ করছি। আমাদের ধান আমরা নিজেরাই কেটে নিয়েছি। আক্কাস হাওলাদারের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা।” একইভাবে আরেক চাষি নুরুল হক বলেন, “আমি ও কুদ্দুস মিলে সাড়ে ৭ একর জমি দীর্ঘদিন ধরে চাষ করছি। এই জমির সঙ্গে আক্কাস হাওলাদারের কোনো সংশ্লিষ্টতা নেই।”
যুবদল নেতা আক্কাস হাওলাদার বলেন, “আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এতে এলাকাবাসী ও জমির প্রকৃত চাষিরা ক্ষোভ প্রকাশ করে আজকের মানববন্ধন আয়োজন করেছে।”
মানববন্ধনে উপস্থিত বক্তারা এই মিথ্যা অভিযোগের দ্রুত তদন্ত ও ন্যায্য বিচার দাবি করেন।