শিরোনাম

মাগুরায় শহীদ রাব্বির কন্যা শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

Views: 9

মাগুরায় ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদ মেহেদী হাসান রাব্বির সদ্য জন্মানো কন্যা শিশুর দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ রাব্বির পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সোমবার (৬ জানুয়ারি ২০২৫) মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামে শহীদ রাব্বির পরিবারের সাথে সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন, সিনিয়র বিএনপি নেতা লুতফুল বারি মুকুল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান মোহান এবং ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ।

প্রতিনিধি দল শহীদ রাব্বির কন্যা শিশুর জন্য প্রয়োজনীয় উপহার সামগ্রী নিয়ে যান এবং তার মাসিক ভাতার ঘোষণা দেন। শহীদ রাব্বির স্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, মো. আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কুতুব উদ্দিন এবং ছাত্রদলের সাবেক সভাপতি মো. আব্দুর রহিম।

“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *