বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রলীগ নেতা আবিদ হাসানকে মাদকসহ (গাঁজা) গ্রেপ্তার করে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে নগরীর বিনোদনকেন্দ্র ত্রিশ গোডাউনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাকে আটক করা হয়।
আবিদ হাসান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী, যখন ত্রিশ গোডাউন এলাকায় অবস্থান করছিলেন, তখন মাদক বহন করার সন্দেহে তাকে তল্লাশি করা হয়। তল্লাশির সময় তার কাছে গাঁজা পাওয়া যায়, এবং তিনি এটি বহনের বিষয়টি স্বীকার করেন। এরপর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে পাঁচ দিনের কারাদণ্ড প্রদান করেন এবং তাকে জেলহাজতে পাঠানো হয়। বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক পরিতোষ কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি একটি নিয়মিত অভিযান ছিল এবং বিচারক এই দণ্ডাদেশ প্রদান করেন।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম