শিরোনাম

মানবিক দুমকীর কারিগর মেহেদী হাসান মিজান

Views: 168

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক :: ঘূর্ণিঝড় রিমালে স্থগিত হয়ে গেছে দুমকী উপজেলা নির্বাচন। বিধ্বস্ত জনপদে থেমে গেছে নির্বাচনী উৎসব। তবে থেমে নেই একজন মানবিক মানুষ নাম যার মেহেদী হাসান মিজান।  আনারস প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতাকারী এই মানুষটা রিমাল আঘাত হানার শুরু থেকেই আছেন মানুষের পাশে। তিনি এবং তারঁ সহধর্মিণী ঝড়বৃষ্টি, বন্যার পানি উপেক্ষা করে হেঁটে চলেছেন এ বাড়ি ও বাড়ি।

ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিলিয়ে যাচ্ছেন খিচুড়িসহ শুকনো খাবার। খোঁজ খবর নিচ্ছেন ঘরে ঘরে।

শুধু  তাই নয় নিজ উদ্যোগে জরুরী ভিত্তিতে মেরামত করে দিচ্ছেন সড়ক।

বঙ্গবন্দুর আাদর্শে গড়া বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান মিজান এলাকার মানুষের সেবা করছেন ছাত্রজীবন থেকেই।

মঙ্গলবার (২৮) দুপুরে উপজেলার লেবুখালি ব্রীজের নিচে রাস্তা ভেঙে যাওয়ায় জরুরি ভিত্তিতে সাময়িক যাতায়াত করার জন্য আনারস প্রার্থী মেহেদী হাসান মিজান দ্রত একটা বাঁশের সাকোঁর ব্যবস্থা করে দেন।

স্থানীয় ইউনিয়ন ভুমি অফিস এবং হাবিবউল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে এই রাস্তা।

ঘূর্ণিঝড় রিমালের পর এমন অসংখ্য ছোট অথচ জরুরি ও গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়ে চলেছেন মেহেদী হাসান মিজান।

এলাকাবাসী বলছেন, ইশতেহারে আনারস প্রতীকের পক্ষে তিনি যে স্মার্ট, উন্নত ও মানবিক দুমকী বিনির্মানের রূপরেখা দিয়েছেন তার মানবিক দুমকীর চেহারা ইতোমধ্যে তাদের নিকট স্পষ্ট হয়ে গেছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *