Views: 429
প্রতি ১০ জন মার্কিন নাগরিকের মধ্যে জন ৯ জনই বিশ্বাস করেন ‘যুক্তরাষ্ট্র মানসিক স্বাস্থ্য সংকটে’ ভুগছে। দেশটিতে রেকর্ড পরিমান আত্মহত্যা বৃদ্ধির কারণ খুজঁতে কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি পরিচালিত এক জরীপে এ তথ্য উঠে এসেছে।
তথ্য উপাত্তে দেখা যায়, বিশ্বের সবচাইতে ধনী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে গত বছর ৪৯ হাজারের বেশি মার্কিনী আত্মহত্যা করেছে। যা আগের যেকোন বছরের তুলনায় বেশি। এবং সংখ্যা ২০২১ সালের চেয়ে ২ দশমিক ৬ শতাংশ বেশি।
রয়টার্স অবলম্বনে মোহাম্মদ খান।