বরিশাল অফিস: মামলা উত্তোলন না করায় বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে রাজিয়া বেগম নামের এক গৃহবধুকে কুপিয়ে জখমের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহতকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা-মাদারীপুর গ্রামে।
বুধবার দুপুরে আহতের স্বামী শাহজাহান হাওলাদার অভিযোগ করে বলেন, একই গ্রামের ইদ্রিস হাওলাদার গংদের সাথে দীর্ঘদিন থেকে তাদের বিরোধ চলে আসছে। সেই বিরোধের জেরধরে গত কয়েকদিন পূর্বে প্রতিপক্ষের লোকজনে আমাকে (শাহজাহান) কুপিয়ে ও পিটিয়ে জখম করে।
এ ঘটনায় আমার স্ত্রী বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। সেই মামলা উত্তোলনের জন্য চাঁপ প্রয়োগ করে আসছিলো ইদ্রিস ও তার সহযোগিরা। মামলা উত্তোলন না করায় মঙ্গলবার দিবাগত রাতে প্রতিপক্ষের লোকজনে দরজা ভেঙ্গে বসতঘরে প্রবেশ করে মামলার বাদী আমার স্ত্রী রাজিয়া বেগমকে কুপিয়ে জখম করে।
অভিযোগ অস্বীকার করে ইদ্রিস হাওলাদার বলেন, অভিযোগকারী শাহজাহান আমার ঘনিষ্ট আত্মীয়। পূর্বের একটি মারামারির ঘটনা স্থানীয়ভাবে মীমাংসার জন্য আলোচনা চলছিলো। ওই ঘটনা যাতে মীমাংসা না হতে পারে সেজন্য শাহজাহান তার স্ত্রীকে দিয়ে একটি নাটক সাজিয়ে আমাকে ফাঁসানোর চেষ্ঠা করছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, অভিযোগের তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।