মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার গলাচিপায় তেরো বছরের এক কিশোরী মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় গোলখালী ইউনিয়নের দুলাল সিকদারের বাড়িতে ঘটনাটি ঘটেছে।
পরিবার সূত্রে জানা যায়, লামিয়া বাবা দুলাল সিকদার ও মা লাইজু বেগমের সঙ্গে ঢাকায় থাকতো। ঘটনার ৪ দিন আগে লামিয়ার বাবা-মা তাকে দাদা-দাদির কাছে রেখে আবার ঢাকায় চলে যায়। ঘটনার দিন সকালে মোবাইল ফোনের মাধ্যমে তার মায়ের সঙ্গে মান-অভিমান হয়। পরে বিকেল ৩টার দিকে লামিয়ার দাদা ও দাদি ধান কাটার কাজে বাহিরে যায়। বিকেল ৫টায় ফিরে তার দাদা ও দাদি ঘরের দরজা খোলা দেখতে পায়। ঘরে প্রবেশ করে লামিয়াকে ঝুলন্ত দেখতে পেয়ে ডাক-চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে উপস্থিত হয়। পরবর্তীতে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে।
লামিয়ার দাদা হালিম সিকদার (৫৬) বলেন, ‘আমি ও আমার স্ত্রী ধান কাটতে যাই। ধান কাটা শেষে বাড়িতে এসে দেখি লামিয়া আড়ার সঙ্গে ওড়নার পেঁচানো অবস্থায় আছে। আমার স্ত্রী দ্রুত লামিয়াকে নিচে নামিয়ে আনে এবং পুলিশকে খবর দেই।
এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম খান বলেন, এ ঘটনায় গলাচিপা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।