Views: 9
চন্দ্রদ্বীপ ডেস্ক: মারা গেছেন ‘টারজান’ খ্যাত জনপ্রিয় মার্কিন অভিনেতা রোনাল্ড পিয়ার্স এলি। মৃত্যুকালে রন এলির বয়স হয়েছিল ৮৬ বছর। অভিনেতার মেয়ে কার্স্টেন ক্যাসেল এলি বিষয়টি নিশ্চিত করে ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে লিখেছেন, ‘ডি ওয়ার্ল্ড এমন একজনকে হারাতে পারেনি যা পাইপো এযাবৎকালের সর্বশ্রেষ্ঠ পুরুষদের একজনকে হারিয়েছে এবং আমি আমার বাবাকে হারাচ্ছি না।’