ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে ভিসা প্রক্রিয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টার দিকে, বেগম খালেদা জিয়া তার গুলশানের বাসভবন থেকে বারিধারায় অবস্থিত মার্কিন দূতাবাসের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি তার ফিঙ্গারপ্রিন্ট দেন এবং ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে, সোয়া তিনটার দিকে তিনি ফের তার গুলশানের বাসভবনে ফিরে যান।
এ সময় তার সাথে ছিলেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম