শিরোনাম

মার্কিন সাম্রাজ্যবাদের রেজিম চেঞ্জ: মেনন

Views: 38

বরিশাল অফিস :: বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বরিশাল-২ আসনের নবনির্বাচিত রাশেদ খান মেনন এমপি বলেছেন, মার্কিন সাম্রাজ্যবাদের রেজিম চেঞ্জ এবং বিএনপি জামাতের ষড়যন্ত্র জনগণ ভোটের মাধ্যমে প্রতিহত করেছে, তারা মাটিতে শুয়ে পরে বলছে আমরা শুয়ে পরি নাই,তাদের কথা অক্ষমের প্রলাপ ছাড়া আর কিছুই নয়।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা আয়োজিত ঐক্যবন্ধ ওয়ার্কার্স পার্টির সভাপতি, তেভাগা আন্দোলনের প্রাণপুরুষ কমরেড অমল সেনের ২১তম মৃত্যুবার্ষিকীতে বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ১টায় স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,অমল সেনের আদর্শকে ধারণ করে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে পার্টিকে এগিয়ে নিতে পার্টি কমরেডসদের প্রতি আহবান জানান। স্মরণসভার শুরুতেই কমরেড অমল সেনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে পার্টি নেতৃবৃন্দ রেড স্যালুট প্রদান করেন।

বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য কমরেড নজরুল হক নীলুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ টিপু সুলতানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পার্টির প্রবীণ জেলা নেতা কমরেড অধ্যাপক বিশ্বজিৎ বাড়ৈ,জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ,অধ্যাপক মোতালেব হাওলাদার, জাকির হোসেন,শামিল শাহরোখ তমাল প্রমুখ।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *