চন্দ্রদীপ ডেস্ক : ভারতের নৌবাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপরাষ্ট্র মালদ্বীপের কাছে নতুন ঘাঁটি খুলতে যাচ্ছে।
এদিকে মালদ্বীপ ভারতীয় সৈন্যদের ফেরত পাঠানো শুরু করতে যাচ্ছে। তার আগেই ভারতীয় নৌবাহিনী ঘোষণাটি দিলো।
মালদ্বীপে চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু গত বছরের নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে শনিবার ভারতীয় নৌ-বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, মালদ্বীপে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে ভারত সন্দেহগ্রস্ত। নতুন এই ঘাঁটি ওই এলাকায় ভারতের সক্রিয় নজরদারিকে জোরদার করবে।
এদিকে মইজ্জু মালদ্বীপে থাকা ভারতের ৮৯ সেনা সদস্যকে ফিরিয়ে নিতে ভারতকে বলেছে। আগামী ১০ মার্চ প্রথম দফায় এবং বাকি সৈন্যরা আগামী দু’মাসের মধ্যে মালদ্বীপ ছেড়ে যাবে।
সূত্র : বাসস