শিরোনাম

মালাইকা চৌধুরীর নাটকে অভিষেক, জোভানের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার

Views: 23

বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী এবার প্রথমবারের মতো নাটকে অভিনয় করেছেন। ‘সন্ধিক্ষণ’ নামের নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান।

এক সাক্ষাৎকারে মালাইকা চৌধুরী তার প্রথম নাটকে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানান, “জোভানের সঙ্গে কাজ করা খুবই উপভোগ্য ছিল। তিনি আমাকে অনেক সাহায্য করেছেন এবং শুটিংয়ের সময় সবকিছু বুঝিয়ে দিতেন। তিনি আমাকে অনেক মোটিভেটও করেছেন।”

নাটকে অভিনয়ের প্রসঙ্গে মালাইকা বলেন, “প্রথমে আমি জানতাম না নাটকে অভিনয় করবো। তবে একদিন আপু (মেহজাবীন) বললেন, ‘তুমি নাটকে অভিনয় করবে।’ শুটিংয়ের আগের দিন আমি স্ক্রিপ্ট পেয়েছিলাম। আপু আমাকে বলেছিলেন, ‘তুমি মুখস্থ করবে।'”

নাটকে অভিনয়ের সময় তার প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে তিনি জানান, “প্রথম দিনে আমার ডায়ালগ দেওয়ার প্রয়োজন হয়নি। তবে কান্নার সিনে শুট করতে ভাল লেগেছিল। আমার কাছে মনে হয়েছে, কান্নার দৃশ্যই আমার সবচেয়ে ভালো লেগেছে।”

মালাইকা আরও বলেন, “এখন যেহেতু আমি অভিনয় জগতে পা রেখেছি, প্রথম কাজটা করতে যাচ্ছি। যদি এটি আমার নিজের কাছে ভালো লাগে এবং দর্শকদেরও ভালো লাগে, তাহলে ভবিষ্যতে আমি আরও কাজ করতে চাই।”

তিনি আরো জানান, নাটকে অভিনয়ের সময় সময়টা খুব দ্রুত চলে গেছে এবং কোনো কষ্ট অনুভব হয়নি। তিনি আশা প্রকাশ করেন, সবাই তার জন্য দোয়া করবেন যাতে তিনি আরো ভালো কাজ করতে পারেন।

‘সন্ধিক্ষণ’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং এই নাটকের গল্পটি তৈরি হয়েছে মেহজাবীন চৌধুরীর ভাবনা থেকেই।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *