তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত “দিগন্তে ফুলের আগুন” নামের এই ছবিতে শহীদুল্লা কায়সার ও পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন মোস্তফা মন্ওয়ার ও বিদ্যা সিনহা মিম। আর প্রযোজনা করছেন ছোট পর্দার একসময়ের জনপ্রিয় তারকা শমী কায়সার। পরিচালক ওয়াহিদ তারেক।
‘দিগন্তে ফুলের আগুন’ ছবির মাধ্যমে পান্না কায়সারের দৃষ্টিকোণ থেকে শহীদুল্লা কায়সারকে আবিষ্কার করা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টজনেরা।
শমী কায়সার প্রযোজিত ছবিতে অভিনয় করতে পেরে উচ্ছ্বসিত মিম। গণমাধ্যমকে তিনি জানান, ‘মাস দুয়েক আগে শমী আপু ফোন করলেন। গল্পটা শোনালেন। তাঁর মায়ের চরিত্রে আমি ছাড়া কাউকে দেখছেন না শুনে আমি তো অবাক! যে শমী আপুকে ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, যাঁর অভিনয় প্রতিনিয়ত মুগ্ধ করেছে, ব্যক্তিত্বে অনুপ্রাণিত হয়েছি, সেই শমী কায়সারের মায়ের চরিত্র! চোখ বন্ধ করেই হ্যাঁ বলে দিয়েছি।’