শিরোনাম

মিছিলে গিয়ে নিখোঁজ ভোলার হাসানকে ফিরে পেতে স্বজনদের মানববন্ধন

Views: 42

বরিশাল অফিস :: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগে আনন্দ মিছিলে গিয়ে ঢাকার যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হন ভোলার মো. হাসান (১৮) নামের এক যুবক। তবে তার গুলিবিদ্ধ দেহ ১৮ দিন পেরেয়ে গেলেও খুঁজে পায়নি তার পরিবার। ছেলেকে খুঁজে পেতে মানববন্ধন করেছে পরিবার ও স্বজনরা।

সোমবার (১৯ আগস্ট) সকালে হাসানকে জীবিত অথবা মৃত ফিরে পেতে ভোলা সদরের কাচিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তার বাবা-মা ও পরিবারের স্বজন ও স্থানীয়রা।

বিজয় মিছিলে গুলিবিদ্ধ যুবক হাসান ভোলা সদর উপজেলাধীন কাচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাচিয়া গ্রামের জাহাঙ্গীর বেপারী বাড়ির ভাড়াটিয়া দিনমজুর মো. মনির ও গৃহিনী গোলেনূর দম্পতির দ্বিতীয় সন্তান।

নিখোঁজ হাসানের বাবা মো. মনির হোসেন বলেন, ‘আমার নিখোঁজ বড় পোলা হাসানরে অনেক কষ্টে ফাইভে বিত্তি (বৃত্তি) পর্যন্ত পড়াইছি। অভাবের কারণে ছেলেটা ৬ বছর আগে ঢাকায় একটা ইলেকট্রনিক দোকানে কাজ করতে যাই। ওর রোজগারের টাকা দিয়া আমাদের সংসার চলতো। ছেলেটার আশা ছিলো জমি কিইন্না বাপ-মারে ঘর উঠায়া দিবো। সব শ্যাষ। ছেলেটারে মনে হয় আল্লাহ লইয়া (নিয়ে) গেছে।

আরও পড়ুন : রাস্তায় পড়ে থাকা সেই ল্যান্ড ক্রুজার গাড়ির মালিকের পরিচয় মিলেছে

তিনি আরও বলেন, গত ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়িতে আমার ছেলে হাসানকে কারা জানি গুলি কইরা মারছে। ছেলেটা মারা যাওয়ার পরে এহন (এখন) পর্যন্ত আমার ছেলের লাশটা খুঁইজা পাই নাই।’

ফেসবুকে মানুষের মোবাইলে একটা ভিডিওতে দেখছি আমার ছেলের শরীরে অনেক রক্ত, কয়েকজন মানুষ আমার ছেলের লাশ একটা ভ্যান গাড়িতে কইরা কই জানি লইয়া যাইতেছে। পরে তারা আমার ছেলেরে কই নিছে হেইডা (সেটা) আল্লাহয় ছাড়া আর কেউ জানে না। অনেক খোঁজ নিছি। কোথায় পাচ্ছি না। আমার ছেলের জীবিত অথবা মৃত খোঁজ করে বের করে দেয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করছি।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *