বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “গত তিন মাসে অন্তর্বর্তী সরকার অনেক কাজ করেছে, তবে মিডিয়ার কিছু অংশ তা দেখতে পায় না।” শনিবার সুপ্রিম কোর্টে আয়োজিত বাংলাদেশ ইউথ পার্লামেন্ট-২০২৪-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই সংস্কারের অনেক উদ্যোগ নিয়েছে এবং কয়েকটি কমিশন গঠন করেছে। ফ্যাসিবাদী শক্তির বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে সবকিছু একসঙ্গে সম্ভব নয়। তরুণদের ধৈর্য ধরতে হবে এবং অন্তর্বর্তী সরকারকে কাজের জন্য সময় দিতে হবে।”
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, “কিছু মিডিয়া নেতিবাচক প্রচারণা চালিয়ে ফ্যাসিবাদীদের উত্থানকে উসকে দিচ্ছে। এটি কখনোই জনগণের জন্য সুফল বয়ে আনবে না। যারা এ ধরনের প্রচারণা চালাচ্ছেন, তাদের প্রতি অনুরোধ করছি, এই প্রচারণা বন্ধ করুন।”
তরুণদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা অনেক সাফল্য অর্জন করেছেন; এই ঐক্যবদ্ধ সাফল্য যেন টিকে থাকে, সে জন্য কাজ করুন। সংস্কার ও নির্বাচনের জন্য আমাদের ধৈর্য ধরতে হবে এবং সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
মাও সেতুং-এর একটি উক্তির উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “যুবকদের ঘাড়ের মধ্যে বৃদ্ধদের মাথাটা বসাও। অর্থাৎ, বয়স্কদের অভিজ্ঞতা ও জ্ঞানকে গ্রহণ করো এবং যুবকদের শক্তি দিয়ে নতুন কিছু গড়ে তুলো।”