দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করলেও এখন তাকে ওটিটি ও সিনেমায় বেশি দেখা যায়। তবে ছোটপর্দা থেকে তার দূরত্ব নিয়ে দর্শকদের প্রশ্নের শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলা জানিয়েছেন, গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় নাটকে কাজ করা থেকে বিরত রয়েছেন।
মিথিলা জানান, “প্রায় চার বছর ধরে টেলিভিশনের কোনো কাজ করছি না। কারণ, যে ধরনের চিত্রনাট্য পাচ্ছি তা আগের কাজের পুনরাবৃত্তি মনে হচ্ছে। চরিত্রগুলো খুব গতানুগতিক। গল্প শুনলে মনে হয়, এমন গল্পে আগেও অভিনয় করেছি।” তবে তিনি নিশ্চিত করেছেন যে নাটক থেকে পুরোপুরি সরে যাননি।
ওটিটি এবং সিনেমায় তার কাজের ধরন সম্পর্কে মিথিলা বলেন, “টেলিভিশনে পাশের বাড়ির মেয়ে বা প্রেমের গল্পের চরিত্রগুলো বারবার করেছি। কিন্তু ওটিটি ও সিনেমায় আসার পর সবসময় ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। নিজের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি।”
‘কাজলরেখা’ সিনেমায় কঙ্কন দাসীর চরিত্র এবং ‘অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজের শায়লা চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মিথিলা। তিনি বলেন, “আমি সবসময় নিজেকে নতুন চ্যালেঞ্জে ফেলতে চাই। প্রথমে ভাবিনি কাজলরেখার চরিত্রটি করতে পারব। তবে এটি করার পর দর্শক আমাকে নতুনভাবে দেখেছেন।”
সাম্প্রতিক সময়ে নতুন কোনো কাজে দেখা যায়নি এই অভিনেত্রীকে। এ প্রসঙ্গে মিথিলা বলেন, “দেশে সাম্প্রতিক পরিস্থিতির কারণে গত কয়েক মাস কেউই খুব একটা কাজ করেনি। তবে এখন সিনেমা ও সিরিজ নিয়ে আলোচনা শুরু হয়েছে। কয়েকজন নির্মাতার সঙ্গে আমার কথাবার্তাও হয়েছে।”