পটুয়াখালীর মির্জাগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রী (১৪) নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবার মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, মেয়েটি প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে ক্লাস করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু দুপুর ৩টার মধ্যে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিদ্যালয়ে খোঁজ নিতে যান। বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, ছুটি শেষে সে বিদ্যালয় থেকে বের হয়ে যায়। কিন্তু আত্মীয়স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেও তার কোনো সন্ধান মেলেনি।
ছাত্রীর মা বলেন, “প্রতিদিনই আমি দুই ছেলে-মেয়েকে স্কুলে পৌঁছে দিই। তবে গতকাল জরুরি কাজ থাকায় যেতে পারিনি। সে একাই স্কুলে যায়, এরপর থেকে আর ফেরেনি।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, “ছাত্রীটি বৃহস্পতিবার নিয়মিত ক্লাস করেছে। দুপুর ১টায় ছুটি দেওয়া হয়। বেলা ৩টার দিকে তার মা ফোন করে বাড়ি না ফেরার কথা জানান। এরপর আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি, কিন্তু তাকে পাওয়া যায়নি।”
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং নিখোঁজ ছাত্রীর সন্ধান পেতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।”
নিখোঁজ ছাত্রীর ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং সচেতন নাগরিকদের সহযোগিতায় তাকে উদ্ধার করার আশা করছেন পরিবারের সদস্যরা।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম