শিরোনাম

মির্জাগঞ্জে ১৯ জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত 

Views: 54

 

মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালীর মির্জাগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় (২য় পর্যায়) উপজেলার ৪ টি বন্ধ খাসখাল ও ১৫ প্রাতিষ্ঠানিক জলাশয়ে (পুকুর) বিভিন্ন প্রজাতির ২৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত ও বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ পুকুরে ২০ কেজি পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েমা হাসান। এরপর তালিকাভুক্ত জলাশয়ে বরাদ্দকৃত পোনা মাছ বিতরণ করা হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দীন জুয়েল বেপারী, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফারুক খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোসলেম উদ্দিন খান (অঃ দাঃ), পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আদনান হোসেন শাওন ও সাংবাদিক আবদুর রহিম সজল প্রমুখ।

উক্ত কর্মসূচি বাস্তবায়ন করেন উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *