পটুয়াখালী প্রতিনিধি :: দেশীয় প্রজাতির মৎস সম্পদ রক্ষায় এবং মাছের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণের লক্ষে মির্জাগঞ্জ অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার অবৈধ জব্দ করা হয়েছে।
বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের বিভিন্ন খাল, বিল ও উন্মুক্ত জলাশয়ে অভিযান পরিচালনা করে এসব অবৈধ জাল জব্দ করে পুরিয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম।
আরো পড়ুন : পটুয়াখালীতে ছাত্রদল নেতাসহ ৪ জনকে কুপিয়ে জখম
এসময় দেশীয় মাছের জন্য ক্ষতিকর নিষিদ্ধ ৮ টি চায়না দুয়ারী জাল, ২ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ হাজার মিটার বেহেন্দি জাল জব্দ ও ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৪৭ হাজার টাকা। অভিযানে উপজেলা মৎস অফিস এবং মির্জাগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম সহায়তা প্রদান করেছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম বলেন, জনস্বার্থে এবং দেশীয় প্রজাতির মৎস সম্পদ রক্ষায় মোবাইল কোর্ট/অভিযান অব্যাহত থাকবে।