শিরোনাম

মির্জা ফখরুল: সাংবাদিকরা প্রশ্ন করে, ইউনূস কি ফেল করেছে?

Views: 30

চন্দ্রদ্বীপ ডেস্ক ::জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “অন্তবর্তী সরকারের দায়িত্ব একটাই, তা হলো ভয়াবহ জঞ্জাল নির্মূল করে দ্রুত একটি অর্থবহ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা।”

তিনি আরও উল্লেখ করেন, “যতো দ্রুত নির্বাচন হবে, রাষ্ট্র সংস্কার ততো দ্রুত হবে। নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্র পরিবর্তনের কাজ দ্রুত করা সম্ভব নয়। নির্বাচনের দেরি হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে।”

মির্জা ফখরুল বলেন, “বর্তমানে বিদেশি সাংবাদিকরা, বিশেষ করে ভারতের সাংবাদিক, আমাকে প্রশ্ন করেন, ইউনূস কি ফেল করেছে? রাষ্ট্র চালাতে পারছে না?” তিনি জানান, তিনি বলেছিলেন, “গোটা দেশের মানুষ তার দিকে তাকিয়ে আছে। তার প্রতি জনগণের সমর্থন রয়েছে।”

এছাড়া, গণহত্যাকারীদের কোনো ক্ষমা নেই মন্তব্য করে তিনি বলেন, “আমরা যেন ভুলে না যাই আওয়ামী লীগ, হাসিনা গণহত্যা করেছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ‘রাষ্ট্র সংস্কার চাই’ স্লোগানটি বাস্তবায়িত করতে হবে।”

ফখরুল জানান, জনগণ সমর্থন না দিলে রাষ্ট্র সংস্কারে কোনো ফল আসবে না এবং তাই জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে। তিনি বর্তমান সরকারের প্রতি আস্থা এবং সম্মান রেখেছেন এবং উপদেষ্টাদের উদ্দেশে বলেন, “এমন কোনো কথা বলবেন না যাতে আমাদের আস্থা হারিয়ে যায়।”

মির্জা ফখরুল বলেন, “আমরা যারা ফ্যাসিবাদকে উৎখাত করতে চেয়েছি এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চেয়েছি, আমরা সে লক্ষ্য বাস্তবায়ন করেছি।”

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *