শিরোনাম

মুক্তিযুদ্ধভিত্তিক আলোচিত ৬ সিনেমা

Views: 5

১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়। এ যুদ্ধ ও স্বাধীনতার গল্প তুলে ধরতে নির্মিত হয়েছে অসংখ্য সিনেমা। তবে মুক্তিযুদ্ধভিত্তিক কয়েকটি সিনেমা আজও দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

১. ওরা ১১ জন
মুক্তিযুদ্ধের প্রথম সিনেমা ‘ওরা ১১ জন’ পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। পারভেজ ফিল্মসের ব্যানারে এটি প্রযোজনা করেন চিত্রনায়ক সোহেল রানা। ১৯৭২ সালের ১১ আগস্ট মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় অভিনয় করেন রাজ্জাক, শাবানা, নূতন, খসরু, সৈয়দ হাসান ইমামসহ আরও অনেকে। মুক্তির পর এটি বক্স অফিসে তুমুল জনপ্রিয়তা অর্জন করে।

২. আলোর মিছিল
১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘আলোর মিছিল’ পরিচালনা করেন নারায়ণ ঘোষ মিতা। মুক্তিযুদ্ধভিত্তিক এ সিনেমায় অভিনয় করেন ফারুক আহমেদ, ববিতা, রাজ্জাক, সুজাতা প্রমুখ। সিনেমাটি মুক্তির সময় দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

৩. আগুনের পরশমণি
প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ নির্মাণ করেন ‘আগুনের পরশমণি’। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ৮টি বিভাগে পুরস্কৃত হয়। এতে অভিনয় করেন আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত, ডলি জহুর, আবুল হায়াতসহ আরও অনেকে।

৪. শ্যামল ছায়া
মুক্তিযুদ্ধের গল্পে হুমায়ূন আহমেদ নির্মাণ করেন আরেকটি সিনেমা ‘শ্যামল ছায়া’। এটি ২০০৪ সালের ১৬ ডিসেম্বর মুক্তি পায়। এতে অভিনয় করেন হুমায়ূন ফরীদি, রিয়াজ, মেহের আফরোজ শাওন, স্বাধীন খসরু, তানিয়া আহমেদ প্রমুখ। সিনেমাটি মুক্তিযুদ্ধের আবেগঘন গল্পকে কেন্দ্র করে নির্মিত।

৫. হাঙ্গর নদী গ্রেনেড
সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হাঙ্গর নদী গ্রেনেড’ পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় সন্তানের জন্য সংগ্রামী এক মায়ের চরিত্রে অভিনয় করেন সুচরিতা। এতে সোহেল রানা, অরুণা বিশ্বাসসহ আরও অনেকেই অভিনয় করেছেন।

৬. গেরিলা
২০১১ সালে নাসির উদ্দীন ইউসুফ নির্মাণ করেন আলোচিত সিনেমা ‘গেরিলা’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন জয়া আহসান ও ফেরদৌস। মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ১০টি বিভাগে পুরস্কৃত হয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *