বাংলাদেশের জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা সম্প্রতি ভাইরাল হয়েছেন একটি ছবি পোস্ট করে, যেখানে তাকে মুখ ঢাকা বোরকা পরিহিত অবস্থায় দেখা গেছে। সিমরিন লুবাবা, যিনি মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদেরের নাতনী, ছোটবেলা থেকেই ক্যামেরার সামনে অভিনয় ও মডেলিং করে জনপ্রিয়তা অর্জন করেছেন।
তবে, তার জীবনে বিতর্কও একেবারে পিছু ছাড়েনি। বেশ কিছুবার তার ভুল উচ্চারণ বা মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হয়েছেন তিনি। একবার তিনি ‘কেন্দে দিয়েছি’ বলার কারণে ব্যাপক হাস্যরসে পরিণত হয়েছিলেন, আবার অন্য একবার ঢাকার পরিবর্তে পাবনা শহরের নাম বলায় তাকে নিয়ে মজা করা হয়।
এমনকি গেল বছরের অক্টোবর মাসে, তিনি নিজেকে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে তুলনা করে ভাইরাল হন। সিমরিন লুবাবাকে নিয়ে অনেকেই মনে করেন, তিনি আলোচনায় থাকতে ইচ্ছাকৃতভাবে বিতর্ক সৃষ্টি করেন। তবে, তার ক্যারিয়ার এখনো সমানভাবে এগিয়ে চলেছে।
শেষের দিকে, ২০২৪ সালের জানুয়ারিতে, সিমরিন লুবাবা বোরকা পরিহিত একটি ছবি পোস্ট করে নেটিজেনদের নজর কাড়ে। গত বছরের শেষদিক থেকেই তিনি নিয়মিতভাবে বোরকা এবং হিজাব পরিধান করছেন, এবং এতে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কিছু মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন, আবার অনেকেই তাকে ‘আলোচনায় থাকার চেষ্টা’ হিসেবে কটাক্ষ করেছেন।
৪ জানুয়ারি, সিমরিন তার ফেসবুক পেজে একটি নতুন ছবি পোস্ট করেন যেখানে তাকে মুখ ঢাকা বোরকা পরতে দেখা যায়। পূর্বে বোরকা পরলেও, সেখানে তার মুখ খোলা ছিল। তবে, এবার মুখ ঢাকা ছবি পোস্ট করার পর, তার ছবি দ্রুত ভাইরাল হয়ে ওঠে। মাত্র ১৪ ঘণ্টার মধ্যে ছবিটি প্রায় ৯ হাজার রিয়েক্ট ও এক হাজারেরও বেশি কমেন্ট পায়।
বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তার পোস্টে কিছু নেতিবাচক মন্তব্য থাকলেও, বেশিরভাগ মন্তব্যেই ‘মাশাল্লাহ’ লিখে সিমরিনকে সাধুবাদ দেওয়া হয়েছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম