শিরোনাম

মুদ্রাস্ফীতি কমাতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের লক্ষ্য ৭ শতাংশে নামানো

Views: 9

দেশে বন্যার প্রভাবে বর্তমানে সবজি ও খাদ্যপণ্যের দাম বেড়েছে, তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক নানা উদ্যোগ নিয়েছে এবং বাজার পরিস্থিতি ততটা ভয়াবহ হয়নি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, তাদের লক্ষ্য আগামী জুনের মধ্যে মুদ্রাস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনা।

তিনি আরো জানান, ৫ শতাংশ মুদ্রাস্ফীতির লক্ষ্য সামনে রেখেই কাজ করা হচ্ছে এবং মূল লক্ষ্য হল মুদ্রাস্ফীতিকে ৪-৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ করা। তার মতে, এ লক্ষ্য অর্জন সম্ভব এবং সেটি সফল হলে ব্যাংকের সুদ ও নীতি সুদহার কমিয়ে আনা হবে।

ড. আহসান এইচ মনসুর বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত ‘টিপিং পয়েন্টস অব রিফর্ম অ্যাজেন্ডা ফর দ্যা টার্নঅ্যারাউন্ড অব দ্যা ব্যাংকিং সেক্টর অব বাংলাদেশ’ শীর্ষক ন্যাশনাল ডায়লগে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিআইবিএমের মহাপরিচালক ড. আখতারুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতির চারটি স্তম্ভ—ব্যাংকিং, স্টক মার্কেট, ইন্স্যুরেন্স এবং বন্ড মার্কেটের মধ্যে কোনোটি শক্তিশালী নয়। ব্যাংকিং খাতই দেশের অর্থনীতির মূল স্তম্ভ হয়ে কাজ করছে। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উৎস তৈরিতে ব্যর্থ হলে, আমাদের ব্যাংকিং খাতের ওপর নির্ভরশীলতা কমানো সম্ভব হবে না। তবে উপায় বের করে ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করা হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *