চার বছর আগে নুহাশ হুমায়ূন ঘোষণা দিয়েছিলেন ‘মুভিং বাংলাদেশ’ নামে একটি সিনেমা নির্মাণের। বিদেশি উৎসব থেকে তহবিল পেলেও প্রাথমিক পর্যায়ে প্রযোজক সংকট দেখা দেয়। পরে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় সিনেমাটির সঙ্গে যুক্ত হয়। তবে সম্প্রতি এই প্রকল্পে বরাদ্দ দেওয়া ৫০ লাখ টাকা বাতিল করেছে মন্ত্রণালয়।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, সিনেমায় বিনিয়োগ করা মন্ত্রণালয়ের কাজ নয়। তাই এই প্রকল্প থেকে সরে এসেছে মন্ত্রণালয়।
সিনেমাটি ইতোমধ্যে দেশের বাইরে থেকে বিভিন্ন উৎসবের মাধ্যমে উল্লেখযোগ্য তহবিল পেয়েছে। এর মধ্যে তাইপে ফিল্ম কমিশন থেকে প্রায় ১ কোটি ৭ লাখ টাকা এবং সিনক্রাফ্ট ফিল্ম ফান্ড থেকে ২৫ লাখ টাকা এসেছে। পাশাপাশি টোকিও গ্রান্ট ফাইনান্সিং মার্কেট, কান উৎসবের মার্শে দ্যু ফিল্ম বাজার, লোকার্নো চলচ্চিত্র উৎসব ও ভারতের ফিল্ম বাজার থেকেও সহায়তা পেয়েছে সিনেমাটি।
প্রযোজক আরিফুর রহমান জানিয়েছেন, বরাদ্দ বাতিল হলেও সিনেমার নির্মাণ কাজ থেমে থাকবে না। তিনি বলেন, “দীর্ঘমেয়াদি প্রজেক্টে প্রযোজকের কাজ হলো তহবিল সংগ্রহ করা। ৫০ লাখ টাকা এ প্রকল্পের জন্য খুবই ছোট একটি পরিমাণ। আমাদের প্রধান লক্ষ্য হলো সিনেমাটি শেষ করা এবং বিশ্ববাজারে পৌঁছে দেওয়া।”
নির্মাতা নুহাশ হুমায়ূন জানিয়েছেন, চিত্রনাট্যের ওপর তার বিশেষ গুরুত্ব। তিনি বলেন, “গল্প ও চিত্রনাট্য ঠিক থাকলে সিনেমা নির্মাণে কোনো সমস্যা হবে না। এটি আমার প্রথম ফিচার ফিল্ম, তাই যথেষ্ট মনোযোগ দিয়ে কাজ করছি। দেশের বাইরের সহযোগিতা আমাদের জন্য বড় আশীর্বাদ।”
সিনেমার গল্প দেশের তরুণ প্রজন্মকে ঘিরে। প্রযোজক জানিয়েছেন, এটি কোনো রাজনৈতিক গল্প নয়, বরং সব সময়ের জন্য প্রাসঙ্গিক। আগামী বছর শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।
নুহাশ হুমায়ূন ও তার টিমের আত্মবিশ্বাস ‘মুভিং বাংলাদেশ’ শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হবে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম