শিরোনাম

মুলাদিতে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

Views: 42

বরিশাল অফিস : জেলার মুলাদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত‍্যা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মুলাদী উপজেলার চর পদ্মা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম রায়হান সর্দার (২২)।

মুলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকেলে জমিতে সীমানা স্থাপন নিয়ে রায়হান ও ইয়াসিনের মধ্যে কথা কাটাকাটি হয়। দুজনই ঢাকায় ইলেকট্রিশিয়ানের কাজ করতেন।

জমি সংক্রান্ত বিরোধ নিয়ে রায়হান ও তার চাচাতো ভাই ইয়াসিনের পরিবারের মধ্যে।দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছিলো। এক পর্যায়ে দুই পক্ষে নিজের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় রায়হানকে কুপিয়ে গুরুতর জখম করলে ঘটনা স্থালে তার মৃত্যু হয়।

তিনি বলেন,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘটনায় জরিত ইয়ামিনসহ তার সহযোগীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *