বরিশাল অফিস: মুলাদীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩জনকে কারাদন্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দীন ভ্রাম্যমান আদালতে ৩জনকে ২০ দিন করে কারাদন্ড দেন। এরা হলেন, বরিশাল সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের হান্নান সরদারের ছেলে মো. রকি সরদার (৩৬), পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আবদুল বারেকের ছেলে ইস্রাফিল (২৯) ও আবদুল গণি মিয়ার ছেলে হাসান (১৯)।
তাদেরকে আড়িয়ালখাঁ নদী থেকে বালু তোলার সময় আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানা গেছে, মা ইলিশ রক্ষার অভিযানের লক্ষ্যে বৃহস্পতিবার সকালে আড়িয়ালখাঁ নদীর নন্দীরবাজার এলাকায় অভিযানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দীন। ওই সময় ড্রেজার ও জাহাজ দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখে তাদেরকে আটক করেন।
পরে ভ্রাম্যমান আদালতে প্রত্যেককে ২০ দিন করে কারাদন্ড দিয়ে পুলিশকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।