বরিশাল অফিস : জেলার মুলাদী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান দুই আসামী মোঃ ইয়াছিন সরদার (১৯) মোঃ করিম সরদারকে (৫০) গ্রেফতার করেছে র্যাব।
সোমবাব (২৮ আগস্ট) দিবাগত রাত ১ টার সময় র্যাব-৮ এবং র্যাব-১০ এর যৌথ অভিযানে ঢাকা মহানগরের বংশাল থানাধীন এলাকা হতে প্রধান ২ জন আসামীকে গ্রেফতার করা হয়।
সোমবার (২৮ আগস্ট) বরিশাল নগরীর রূপাতলী র্যাব-৮ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান।
তিনি জানান, আসামীরা বরিশাল জেলার মূলাদী থানাধীন ৩ নং সফিপুর ইউনিয়নের মাছুয়া খালী (উত্তর চরপদ্মা) মাড়ুয়া খালী গ্রামের বাসিন্দা।
র্যাব অধিনায়ক জানায়, বরিশাল জেলার মূলাদী থানাধীন ৩ নং সফিপুর ইউনিয়নের মাছুয়া খালী (উত্তর চরপদ্মা) গ্রামে পূর্ব শত্রুতা এবং জমি জমা নিয়ে বিরোধের জের ধরে সম্পত্তির ওয়ারিশ আসামীদের নিজ বসত বাড়িতে গত ১৫ আগস্ট দুপুরে জমি নিয়ে বিরোধের জেরে রায়হান সরদার ও তার ভাই মোঃ ইমরান সরদারকে গালে, পিঠে এলোপাথারি কোপাতে থাকে আসামীরা ।
এতে রায়হান সরদার ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে যায় এবং রক্তক্ষরনে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। ভিকটিমের ভাই ইমরান সরদারকে গুরুতর আহত অবস্থায় তাৎক্ষনিক চিকিৎসার জন্য পার্শ্ববর্তী গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করা হয়। অবস্থা আশঙ্কাজনক দেখে শরীয়তপুর জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে মোঃ ইমরান সরদার হাসপাতালে চিৎসাধীন রয়েছে।
নিহত রায়হানের মা মোসাঃ সূর্যবান বেগম ১৭ আগস্ট বাদী হয়ে বরিশাল জেলার মুলাদী থানায় ৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব অধিনায়ক মাহমুদুল হাসান জানান প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যার মত ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুততম সময়ের মধ্যে আটক করে আইনের আওতায় এনে সাধারণ জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম ভাবে কাজ করছে র্যাব।