শিরোনাম

মুলাদীতে মাঠে নেই তৃণমূল বিএনপি ও মুক্তিজোট প্রার্থী

Views: 39

বরিশাল অফিস :: মুলাদীতে ভোটে থাকলেও মাঠে নেই বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের একমাত্র নারী প্রার্থী তৃণমূল বিএনপির শাহানাজ হোসেন। ভোটাররা পোস্টার দেখেননি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী মো. আজমুল হাসান জিহাদের। এই দুই প্রার্থী গণসংযোগ কিংবা মাইক দিয়ে প্রচারণা করছেন না বলে জানান সাধারণ ভোটাররা। তবে এই দুই প্রার্থী ২/১ দিনের মধ্যে প্রচারণার মধ্য দিয়ে ভোটের মাঠে ফিরবেন বলে জানিয়েছেন তারা।

মুলাদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুস সালাম খান জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে ৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এদের মধ্যে গত ১৭ ডিসেম্বর আওয়ামী লীগ প্রার্থী এসএম খালেদ হোসেন স্বপন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাকের পার্টি প্রার্থী মো. মিজানুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বর্তমানে জাতীয় পার্টি প্রার্থী গোলাম কিবরিয়া টিপু (লাঙ্গল), ওয়ার্কার্স পার্টি প্রার্থী টিপু সুলতান (হাতুড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. আতিকুর রহমান (ট্রাক), ড. মোহাম্মদ আমিনুল হক (ঈগল), তৃণমূল বিএনপির শাহানাজ হোসেন (সোনালী আঁশ) এবং মুক্তিজোট প্রার্থী মো. আজমুল হাসান জিহাদ (ছড়ি) ভোটে রয়েছেন। ভোটাররা জানান, মুলাদী উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। জাতীয় পার্টি প্রার্থী গোলাম কিবরিয়া টিপু, ওয়ার্কার্স পার্টির শেখ মো. টিপু সুলতান, স্বতন্ত্র প্রার্থী মো. আতিকুর রহমান এবং ড. মো. আমিনুল হক পোস্টার, মাইকিং ও গণসংযোগ করে প্রচারণা চালালেও বাকী দুই প্রার্থীকে ভোটের মাঠে দেখা যাচ্ছে না। এই দুই প্রার্থীকে তৃণমূলের ভোটারা চেনে কিনা এনিয়ে সন্দেহ করেছেন তারা।

এ ব্যাপারে তৃণমূল বিএনপির প্রার্থী শাহানাজ হোসেন জানান, ‘পোস্টার-লিফলেট করে ইতোমধ্যে প্রচারণা শুরু হয়েছে। এই আসনে একমাত্র নারী প্রার্থী হিসেবে ভোটারদের সহানুভুতি পাবো বলে আশা করছি। ২/১ দিনের মধ্যে গণসংযোগ এবং ভোটারদের কাছে গিয়ে প্রচারণা শুরু করা হবে।’ মুক্তিজোট প্রার্থী মো. আজমুল হাসান জিহাদ বলেন, ‘জয়ের লক্ষ্যে বাংলাদেশে সাংস্কৃতিক মুক্তিজোট থেকে সংসদ নির্বাচনে অংশ নিয়েছি। শীঘ্রই প্রচারণা শুরু করা হবে।’

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *