শিরোনাম

মুস্তফা কামাল ও টিপু মুনশির ব্যাংক হিসাব জব্দ

Views: 17

চন্দ্রদ্বীপ নিউজ :: সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত (জব্দ) করা হয়েছে। আজ বৃহস্পতিবার দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত পৃথক চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্ত্রী কাশমিরী কামাল, দুই মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামাল ও তাদের ব্যক্তি মালিকানাধিন প্রতিষ্ঠানের নামে থাকা সকল ব্যাংক হিসাবের লেনদেন আগামী ৩০ দিনের জন্য জব্দ রাখতে হবে। অর্থাৎ আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন জব্দ করার এ সময় বাড়ানো হবে। সেইসঙ্গে এসব হিসাব সংশ্লিষ্ট বিভিন্ন দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে বিএফআইইউর কাছে পাঠাতে বলা হয়েছে। এ ছাড়া তাদের নামে কোনো লকার সুবিধা প্রদান করা হয়ে থাকলে তার ব্যবহারও ৩০ দিনের জন্য জব্দ রাখার কথা বলা হয়েছে।

অপর চিঠিতে বলা, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্ত্রী আইরিন মালবিকা মুনশি, দুই মেয়ে তানিয়া অনন্যা মুনশি ও তৃসা মুনশি এবং তাদের ব্যক্তি মালিকানাধিন প্রতিষ্ঠানের নামে থাকা সকল ব্যাংক হিসাবের লেনদেন আগামী ৩০ দিনের জন্য জব্দ রাখতে হবে। অর্থাৎ আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন জব্দ করার এ সময় বাড়ানো হবে। সেই সঙ্গে এসব হিসাব সংশ্লিষ্ট বিভিন্ন দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে বিএফআইইউর কাছে পাঠাতে বলা হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *