শিরোনাম

মুহাম্মদ ইউনূস কে নিয়ে জিনিউজের প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা: প্রেস উইং

Views: 7

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ঘিরে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজে প্রকাশিত ‘ডিএনএ এক্সক্লুসিভ: বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের কথিত অপারেশন অক্টোপাস বিশ্লেষণ’ প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস উইং তার যাচাইকৃত ফেসবুক পেজ ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’-এ দেওয়া এক বিবৃতিতে বলেছে, এই প্রতিবেদনটির কোনো বাস্তব ভিত্তি নেই। এটি একটি সুপরিকল্পিত প্রচারণার অংশ, যার উদ্দেশ্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘‘আমরা সুস্পষ্টভাবে গল্পের প্রতিটি বিষয় অস্বীকার করছি। এটি একটি অপপ্রচার, যা বাংলাদেশকে অস্থিতিশীল করার অসৎ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এ ধরনের অপপ্রচারে কান না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।’’

প্রেস উইং আরও জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর মুহাম্মদ ইউনূস নিজেই ভারতীয় গণমাধ্যমকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। তবে দুঃখজনকভাবে, কিছু শীর্ষ ভারতীয় গণমাধ্যম এ আমন্ত্রণে সাড়া না দিয়ে নামহীন সূত্রের বরাত দিয়ে ভিত্তিহীন গল্প প্রচার চালিয়েছে।

বিবৃতিতে প্রেস উইং স্পষ্ট করে জানিয়েছে, এই ধরণের অপপ্রচার বন্ধ করা উচিত এবং সংবাদমাধ্যমগুলোর উচিত সত্য তথ্য তুলে ধরা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *