চন্দ্রদ্বীপ নিউজ :: চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সার্বিক মূল্যস্ফীতি ৯ শতাংশের ঘরে থাকলেও জুলাইয়ে হঠাৎ করে ১১ দশমিক ৬৬ শতাংশে ওঠে যায়। সেখান থেকে গেল আগস্টে ১ দশমিক ১৭ শতাংশ কমে ১০ দশমিক ৪৯ শতাংশে নেমে আসে। অন্যদিকে আগস্টে শ্রমিকের গড় মজুরি সূচকও বেড়েছে, যা ৬ বছরের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্যে এমন চিত্র উঠে এসেছে। গতকাল ওয়েবসাইটে মাসওয়ারি হালনাগাদ তথ্য প্রকাশ করে বিবিএস।
এদিকে সাধারণ সূচকে আগস্টে শ্রমিক মজুরি হার বেড়ে হয়েছে ৭ দশমিক ৯৬ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৭ দশমিক ৯৩ শতাংশ। গত ছয় বছরের মধ্যে এই মজুরি হার সর্বোচ্চ। সবচেয়ে বেশি কৃষি খাতে ৮ দশমিক ২৫ শতাংশ মজুরি বেড়েছে। এর পরই সেবা খাতে মজুরির হার ছিল ৮ দশমিক ২৪ শতাংশ। তবে গত আগস্টে এ খাতে মজুরি কিছুটা বেড়ে ৮ দশমিক ২৭ শতাংশ ছিল। শিল্প খাতে আগস্টে মজুরি সূচক হয়েছে ৭ দশমিক ৫৪ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৭ দশমিক ৫২ শতাংশ।
এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি মার্চের তুলনায় কিছুটা কমে ৯ দশমিক ৭৪ শতাংশে দাঁড়ায়। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ২২ শতাংশ ও খাদ্যবহির্ভূত ছিল ৯ দশমিক ৩৪ শতাংশ। মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮৯ শতাংশ। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ ও খাদ্যবহির্ভূত ছিল ৯ দশমিক ১৯ শতাংশ। জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৪ দশমিক ১০ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬৮ শতাংশ।