শিরোনাম

মূল দলে ফিরছেন এমবাপ্পে, বিবৃতি পিএসজির

Views: 39

চন্দ্রদ্বীপ নিউজ ডেক্স: লিওনেল মেসি তো কবেই চলে গেছেন। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে ধরে রাখতে চেয়েও পারেনি পিএসজি। এরপর তারা নেইমার ও কিলিয়ান এমবাপ্পের ভেলায় চেপে ইউরোপ–শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে আসার স্বপ্ন দেখছিল।

কিন্তু কোথায় কী! মেসি চলে যাওয়ার ঘোষণা দেওয়ার কদিন পরই এমবাপ্পে চিঠি দিলেন। সেই চিঠিতে তিনি লিখেছেন—এ মৌসুমের পর আর পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করতে চান না। এরপর ঘোষণা এল নেইমারের কাছ থেকে—তিনিও প্যারিস ছাড়তে চান।

এমবাপ্পের ওপর রেগে গিয়ে তাঁকে মূল দলের বাইরে পাঠিয়ে দেয় পিএসজি। নেইমারের সঙ্গে সেটা না করলেও তাঁকে ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে লোরিয়াঁর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের স্কোয়াডে রাখেনি। এ দুজনকে ছাড়া পিএসজির আক্রমণভাগ হয়ে যায় নখদন্তহীন। লোরিয়াঁর বিপক্ষে নিজেদের মাঠে কাল গোলশূন্য ড্র–ই করতে পেরেছে পিএসজি।

এটা হয়তো আগেই বুঝতে পেরেছিল পিএসজি। এ কারণেই লোরিয়াঁ ম্যাচের আগে এমবাপ্পের সঙ্গে আলোচনায় বসে পিএসজি কর্তৃপক্ষ। সেই আলোচনায় তাঁকে চুক্তি নবায়নের প্রস্তাবও দেওয়া হয়। সেটা এক বছরের জন্য। এমবাপ্পে চুক্তি নবায়ন করবেন কি না, সে বিষয়ে কিছু বলেনি পিএসজি। তবে এমবাপ্পের বৈঠকের পর এক বিবৃতিতে তারা জানিয়েছে, ফরাসি স্ট্রাইকারকে মূল দলে ফেরাচ্ছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *