শিরোনাম

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৫ জনের কারাদণ্ড

Views: 8

শরীয়তপুরের গোসাইরহাটে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৫ জনকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার মেঘনা নদীর খেজুরতলা এলাকায় অভিযান চালিয়ে এই কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ জানান, গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের খেজুরতলা সাতপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে দুটি ড্রেজারসহ ৫ জনকে আটক করা হয়, এবং তাদের ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন: বরিশাল জেলার হিজলা উপজেলার আবুপুর এলাকার ইদ্রিস ফকিরের ছেলে পারবেজ ফকির (৩০), ভোলা জেলার লামমোহন এলাকার মিজানুর রহমানের ছেলে মিজান বেপারী (৩৯), একই এলাকার মোহাম্মদ মিজানুর রহমানের ছেলে ইব্রাহিম দফাদার (৩০), পটুয়াখালী জেলার কলাপাড়া এলাকার শহিদুল ইসলাম জমাদারের ছেলে ইব্রাহিম জমাদার (৩০), এবং মো. সাদিকুর রহমান (২২)।

ভ্রাম্যমাণ আদালত জানায়, অবৈধ বালু উত্তোলন রোধে অভিযান অব্যাহত থাকবে। গোসাইরহাট উপজেলা প্রশাসন এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *