শিরোনাম

মেঘনা নদীর তীর থেকে আ.লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

Views: 51

বরিশাল অফিস :: বরিশাল জেলার হিজলায় মেঘনা নদীর তীর থেকে জামাল মাঝি (৬০) নামে এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ মার্চ) দুপুরে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া এলাকার নদী তীরের একটি সয়াবিন ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন,বরিশাল হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর জানান, বেলা ১২টার দিকে পালপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনা এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে কেউ লিখিত অভিযোগ করেনি। এ ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিহত জামাল মাঝি পালপাড়া গ্রামের মৃত কাদের মাঝির ছেলে। সে উপজেলার ৬ নম্বর ধুলখোলা ইউনিয়নের ৭ নম্বর পালপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এছাড়াও বরিশাল-৪(হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের অনুসারী।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *