সামাজিক যোগাযোগ মাধ্যম মেটা সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ২০ লাখ অ্যাকাউন্ট বন্ধ করেছে। ২১ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য পিগ-বাচারিং স্ক্যাম প্রতিরোধ করা।
পিগ-বাচারিং স্ক্যাম কী?
এই স্ক্যামে অপরাধীরা অনলাইনে সাধারণ মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার মাধ্যমে প্রতারণা করে। ভুক্তভোগীদের মিথ্যা বিনিয়োগ প্রস্তাব দিয়ে তাদের অর্থ হাতিয়ে নেওয়া হয়। অপরাধীরা শুধুমাত্র অর্থ চুরি করেই থেমে থাকে না, অনেক সময় ব্ল্যাকমেইল করে কিংবা সাইবার হামলার মাধ্যমে ব্যাংক একাউন্ট থেকে অর্থ চুরি করে।
মেটার পদক্ষেপ
মেটা অপরাধী সংগঠন ও স্ক্যাম প্রতিরোধে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।
১. বিপজ্জনক সংস্থা ও নিরাপত্তা নীতি: অপরাধী চক্রগুলোকে চিহ্নিত করে তাদের প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করা।
২. অ্যাকাউন্ট বন্ধ: নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে অপরাধীদের অ্যাকাউন্ট বন্ধ করা।
৩. সহযোগিতা: অন্যান্য প্রতিষ্ঠান ও দেশের সঙ্গে যৌথভাবে স্ক্যাম প্রতিরোধে কাজ করা।
৪. আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা: বিশ্বব্যাপী আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে তথ্য শেয়ার করে সাইবার অপরাধ দমন।
মেটা এই উদ্যোগের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য নিরাপদ প্ল্যাটফর্ম তৈরি করতে চায় এবং সকলকে অনলাইনে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।