শিরোনাম

মেট্রোরেলে নাশকতা: বিএনপি নেতা স্বপন-অসীম রিমান্ডে

Views: 28

বরিশাল অফিস :: মেট্রোরেলে নাশকতা মামলায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও দলটির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ে সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমসহ তিন জনের বিভিন্ন মেয়াদের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

অপর আসামি হলেন, কেন্দ্রীয় জামায়াতের কর্মপরিষদের সদস্য এবং সাবেক গাজীপুর জেলার জামায়াতের সেক্রেটারি ড. মো. সামিউল হক ফারুকী।

শনিবার (২৭ জুলাই) মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শিকদার মহিতুল আলম আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত জহির উদ্দিন স্বপন ও ডঃ মো. সামিউল হক ফারুকীর পাঁচ দিন এবং ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিদের পক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২২ জুলাই সেতু ভবনে হামলার মামলায় স্বপন, অসিম ও ফারুকীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ওই রিমান্ড শেষে শনিবার মেট্রোরেলে নাশকতা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা বিএনপি জামায়াতের শীর্ষস্থানীয় নেতা। আসামিরা গত ১৯ জুলাই দেশীয় অস্ত্রশস্ত্র যেমন-রামদা, যা কুড়াল, শাবল, কাটার, হাতুড়ি, অগ্নিসংযোগের সরঞ্জামাদি নিয়ে মিরপুর মডেল থানা এলাকায় কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের প্রবেশ-বহির্গমন গেইট ভেঙ্গে ভিতরে ঢুকে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ক্ষতিসাধন ও সরঞ্জামাদি আগুন দিয়ে পঞ্চাশ কোটি টাকার ক্ষতি করে।

তথ্য প্রমানের ভিত্তিতে ভিডিও ফুটেজ দেখে প্রত্যেক্ষ ও পরোক্ষ সাক্ষীদের জবানবন্দি ও ঘটনাস্থল পরিদর্শন করে আসামিদের জড়িত থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ডে নেওয়া দরকার মর্মে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *