শিরোনাম

মেডিমেট ফার্মাসিউটিক্যালসে শ্রমিকদের আন্দোলনের মুখে বেতনবৃদ্ধি ও দাবিপূরণ

Views: 27

বরিশাল অফিস : বরিশালের মেডিমেট ফার্মাসিউটিক্যালস কারখানায় শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ ও বেতন বৃদ্ধিসহ ৮ দফা দাবিতে দিনব্যাপী কর্মবিরতির পর অবশেষে তাদের দাবিগুলো মেনে নেয়া হয়েছে।

আজ সকাল ৬টা থেকে শুরু হওয়া এ আন্দোলনে শ্রমিকরা কারখানার গেট অবরোধ করে কর্মবিরতি পালন করেন এবং বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

বিক্ষোভে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এর মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ইমাম হোসেন খোকন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, এবং মেডিমেট ফার্মাসিউটিক্যালস শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি সোনিয়া বেগম ও সাধারণ সম্পাদক মিঠু।

দুপুরে কারখানার কর্তৃপক্ষ, প্রশাসন, বাসদ এবং শ্রমিক ফ্রন্ট নেতৃবৃন্দের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ ৮ দফা দাবি মেনে নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বর ২০২৪ থেকে শ্রমিকদের বেতন ১২০০ টাকা, ৮০০ টাকা এবং ৫০০ টাকা হারে বৃদ্ধি করা হবে, যা নির্ভর করবে তাদের বর্তমান বেতনের উপর। এছাড়াও এপ্রিল মাসের বকেয়া বেতন ডিসেম্বর ২০২৪ এর মধ্যে পরিশোধ করার প্রতিশ্রুতি দেয়া হয়।

অন্যান্য দাবির মধ্যে রয়েছে শ্রমিকদের দ্বিগুণ হারে ওভারটাইমের বেতন পরিশোধ, তিন মাসের মধ্যে নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, যা কর্তৃপক্ষ মেনে নিয়েছে। আন্দোলনের ফলে শ্রমিকদের ন্যায্য অধিকার ও প্রয়োজনীয় সুবিধাগুলো নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে শ্রমিক নেতারা জানান।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *