শিরোনাম

মেয়েকে নয়, ছেলেকে বলুন তাড়াতাড়ি বাড়ি ফিরতে: মিমি

Views: 52

চন্দ্রদ্বীপ ডেস্ক : আরজি কর-কাণ্ডের পর কর্মস্থলে নারীদের নিরাপত্তায় জোর দিতে একাধিক পদক্ষেপ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় রাতের কর্মস্থলে নারীদের নিরাপত্তা বিষয়ে ১৭টি পদক্ষেপের কথা জানিয়েছেন।

ভারতের গণমাধ্যমকে আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যত দূর সম্ভব নারীদের রাতের শিফ্‌ট থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করতে হবে। তার এমন বক্তব্যের কারণে জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী বেশ নাখোশ হয়েছেন।

পশ্চিমবঙ্গের প্রাক্তন সাংসদ অভিনেত্রী মিমি ইংরেজি ভাষায় লিখেছেন, তা বাংলা অনুবাদ করলে যে অর্থ দাঁড়ায়- মেয়েটিকে ধর্ষিতা বলার আগে ছেলেটি যে ধর্ষণ করেছে সেটা বলা হোক। মেয়েকে সামলে রাখুন বলার বদলে ছেলেকে সঠিক শিক্ষা দিন।

মেয়েকে নয়, বরং ছেলেকে বলুন তাড়াতাড়ি বাড়ি ফিরতে. তা হলেই নিরাপত্তা বজায় থাকবে।’ কারণ, দোষী তো পুরুষ, নারী নয়। তাই বারবার মেয়েদেরই কেন সমঝোতা করতে হবে? সেই প্রশ্নই তুলেছেন মিমি চক্রবর্তী।

এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে তিনি আরও লেখেন, আরজি কর হাসপাতালে একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হল। এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীর এমন শাস্তি হওয়া উচিত, যাতে কেউ এই ধরনের জঘন্য অপরাধের কথা ভাবলেই ভয়ে মেরুদণ্ড কেঁপে ওঠে।

এই নারকীয় ঘটনার জন্য ক্ষতিগ্রস্ত এই পরিবারের দায়িত্ব সরকারকেই নিতে হবে বলেও দাবি জানান মিমি চক্রবর্তী।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *