বরিশাল অফিস:: রাজধানীর কলাবাগানের ইমেজ আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে থেকে মো. সাব্বির (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে, যিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাতে অচেতন অবস্থায় যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু পাভেল জানান, বৃহস্পতিবার রাতে সাব্বির প্রেমিকাকে সঙ্গে নিয়ে কলাবাগানের ইমেজ হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। হোটেলে উঠার পর প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সাাব্বির।
তিনি আরও জানান, সাব্বিরের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ থানায়। তার বাবার নাম জাহাঙ্গীর মিয়া।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।’