শিরোনাম

মেসি আবারও ফিফা বর্ষসেরা হওয়ার দৌড়ে

Views: 11

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি আবারও ফিফার বর্ষসেরা ফুটবলারের (দ্য বেস্ট) মনোনয়ন পেয়েছেন। ২০২৪ সালের দ্য বেস্ট পুরস্কারের জন্য মনোনীত ১১ খেলোয়াড়ের তালিকায় রয়েছে আর্জেন্টাইন অধিনায়ক মেসি। এটি তার জন্য ৯তম মনোনয়ন, যা ফুটবল ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ অর্জন।

মেসি এর আগে তিনবার দ্য বেস্ট পুরস্কার জয় করেছেন, এর মধ্যে রয়েছে ২০২২ ও ২০২৩ সালের জয়। তবে, ২০২৪ সালের ব্যালন ডি’অর মনোনয়নে জায়গা না পাওয়া সত্ত্বেও তিনি দ্য বেস্টের তালিকায় নিজের স্থান নিশ্চিত করেছেন। ফিফা জানিয়েছে, ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা দলের হয়ে মেসির অনুপ্রেরণাদায়ক পারফরম্যান্স তাকে এই মনোনয়ন এনে দিয়েছে।

২০২৩ লিগস কাপ এবং ২০২৪ সাপোর্টার্স শিল্ড জিততে মায়ামিকে নেতৃত্ব দিয়েছেন মেসি। একই সময়ে, তাঁর নেতৃত্বে আর্জেন্টিনা কোপা আমেরিকা শিরোপা জিতেছে এবং বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ ৬ গোল করেছেন তিনি। ৩৭ বছর বয়সেও মেসির অসাধারণ পারফরম্যান্স প্রমাণ করে যে ফুটবলে তিনি এখনও অপরাজেয়।

ভক্তদের ভোটের মাধ্যমে ২০২৪ দ্য বেস্ট পুরস্কারের চূড়ান্ত বিজয়ী নির্ধারিত হবে। ভোট চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *